ময়মনসিংহ ২৪.০৯°সে ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রচনা ব্যানার্জীকে নিয়ে গুজব


বিনোদন ডেস্ক

করোনার ভয়াবহতার মধ্যেই বলিউড ও টলিউডে অল্প বিস্তরে শুরু হয়েছে সব ধরনের শুটিং। কার্যত ঝুঁকি নিয়েই কাজ চালাচ্ছেন কলাকুশলীরা। এর মধ্যেই খবর ছড়ায় যে, কলকাতার অভিনেত্রী ও ‘দিদি নাম্বার ওয়ান’ রিয়্যালিটি শোয়ের উপস্থাপিকা রচনা ব্যানার্জী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নাকি হাসপাতালেও ভর্তি হয়েছেন।

কিন্তু এই খবরটিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন রচনা নিজেই। ‘দিদি নম্বর ওয়ান’ রিয়্যালিটি শোয়ের সেট থেকে একটি ভিডিওবার্তার মাধ্যমে অভিনেত্রী জানান, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। করোনার আবহের মধ্যেই শুরু হয়েছে এই শোয়ের শুটিং। রচনা জানান, যথেষ্ট সাবধানতা বজায় রেখেই শুটিং হচ্ছে।

এতদিন পরে কাজ শুরু হওয়ায় খুবই আনন্দিত এই অভিনেত্রী। বলেছেন, ‘অনেকদিন পরে দিদিদের সঙ্গে দেখা হচ্ছে। কাজ করতে খুব মজা লাগছে।’

নিজের নামে ওঠা গুজবের ব্যাপারে রচনা বলেন, ‘সম্প্রতি ইউটিউবে ভাইরাল করা হয় যে, আমার নাকি খুব শরীর খারাপ। আমি হাসপাতালে ভর্তি। আমি নাকি ‘কোভিড ১৯’- এ আক্রান্ত। কিন্তু এই খবরটা একেবারেই ভুয়া।’

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত