ময়মনসিংহ ২৯.৩°সে ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুর পরকীয়ার জেরে প্রাণ গেলো  এক ব্যক্তির


গৌরীপুর( ময়মনসিংহ)প্রতিনিধি :

ময়মনসিংহ গৌরীপুরে স্থানীয় এক নারীর সাথে অনৈতিক সম্পর্কের জেরে সংঘর্ষে নাজিম উদ্দিন ওরফে কমল (৫৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দিনগত রাত দেড়টার
দিকে গৌরীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত কমল গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এ ঘটনায়
গৌরীপুর থানার পুলিশ ঘটনাদিন রাতেই শেফালী আক্তার (৪০) নামেএক নারীকে গ্রেপ্তার করেছে।
নিহত কমলের স্ত্রী সালেমা আক্তার (৫২) জানান, উল্লেখিত একইগ্রামের প্রতিবেশী আব্দুস সালামের স্ত্রী শেফালী আক্তারের সাথে
তার দেবর এমদাদুল হকের (২৫) অনৈতিক সম্পর্ক থাকায় প্রায় ৬মাস ধরে তাদের দুথপক্ষের মাঝে ঝগড়া বিাবদ চলে আসছিল।
ঘটনারদিন রাতে এমদাদুল শেফালীদের বাড়িতে গেলে প্রতিপক্ষের
লোকজন তাকে চোর সম্বোধন করে ধাওয়া করে। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে
রাত দেড়টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাদের
বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুর করে। এসময় প্রতিবাদ করায় তার
স্বামী কমলকে পিঠিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর
আহত কমলকে এদিন রাতে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২ টায়
মৃত্যু বরন করেন তিনি।
সালেমা আক্তার আরও জানান, প্রতিপক্ষের হামলায় তিনিসহ তার দুই
মেয়ে সুবণার্ আক্তার (১৪), স্বর্ণা আক্তার (১৯) ও দেবর নজরুল
ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে শেফালী
আক্তারসহ সাত জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন খান সাংবাদিকদের জানান,
এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেফালী আক্তারকে
ঘটনারদির রাতে গ্রেপ্তার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে
প্রেরন করা হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেপ্তারের জন্য
পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত