ময়মনসিংহ ২১.০৩°সে ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বপ্নের জীবনে সংগ্রাম চলবেই


হাসানাত লোকমান

স্বপ্নের জীবনে সংগ্রাম চলবেই
নীল মেঘ আগুনে, চৈতালি ফাগুনে
অনুরাগ অনুভূতি হৃদয়ে জ্বলবেই
পুষ্পের সৌরভ, মানবের গৌরব
অন্যায়, অনাচার, অবরোধ, অবিচার
ক্ষমতার হুংকার, দুর্নীতি দুর্বার
দুঃখের পর্বত একদিন টলবেই
ধ্বংসের পাদপীঠে নবতর সৃষ্টি গড়বেই, গড়বেই।

নদীজল নষ্ট, কাঁটাতার কষ্ট
অন্তর অমানিশা চাঁদতো পুড়বেই
এই দিন দিন নয়, দিনতো ঘুরবেই
শান্তির পায়রা পতাকা উড়বেই
বরফের বুকটা তাপরোদে গলবেই
হৃদয়ের উদ্যানে প্রেমফল ফলবেই
সুরভিত সন্ধ্যা, নীল নিশিগন্ধা ফুটবেই
হিলহিলে নদীটা ছুটবেই
কিছু কথা পাছে লোকে বলবেই
স্বপ্নের জীবনে সংগ্রাম চলবেই, চলবেই।

নিগ্রহ-নিপীড়ন, জংধরা জ্বালাতন,
দুষ্টের দংশন থাকবেই
প্রকৃতি প্রতিশোধ আঁকবেই
বন্ধুত্ব বন্ধন হৃদয়ের স্পন্দন জাগবেই।

নবযুগ সৃষ্টি , বুকে আনি বৃষ্টি
যত পারি কল্যাণ করে যাই
মানবতা মানুষের গান গাই
শুভ কাজে নিজেকে খুঁজে পাই
তুমি জানো আমি জানি
আমাদের জানাজানি উজ্জ্বল সত্য
মৃত্যুতো নিশ্চিত একদিন আসবেই
চলে যাবো একা একা পৃথিবী কাঁদবেই
স্বপ্নের জীবনে সংগ্রাম চলবেই, চলবেই।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত