ময়মনসিংহ ২৯.৬৫°সে ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক আব্দুর রহমানের পিতৃ বিয়োগ, সম্পাদকের শোক


নিউজ ডেস্ক: দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের নেত্রকোণা প্রতিনিধি আব্দুর রহমানের পিতা তরিকুল ইসলাম (৬০) শুক্রবার ভোর ৫ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দুপুর ২ টায় মরহুমের জানাযা নেত্রকোণার পশ্চিম নাগড়া আনন্দ বাজার মসজিদে অনুষ্ঠিত হয়।তিনি দীর্ঘ ৫ বছর ধরে ব্রেইনষ্টোক করে প্যারালাইজড হয়ে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক, প্রকাশক ড. ইদ্রিছ খান ও নির্বাহী সম্পাদক খাইরুল ইসলাম আল আমিন সহ ময়মনসিংহ প্রতিদিন পরিবারের সকল সাংবাদিকগন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এছাড়াও নেত্রকোণা জেলার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত