ষ্টাফ রিপোর্টারঃ মহামারী করোনা ভাইরাস (কোভিট-১৯) মোকাবেলায় দীর্ঘদিন ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। করোনার কারণে বর্তমান প্রজন্মের শিক্ষার্থী ও আগামীর ভবিষ্যৎ যেন অন্ধকারে ধ্বাবিত না হয়, সে লক্ষে এই বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে ময়মনসিংহ সদর উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন সৃজনশীল উদ্যোগ। ক্ষতি পুষিয়ে নিতে তিনি করোনা ভাইরাসের শুরু থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে নিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশেষ কার্যক্রম শুরু করেছেন। সম্প্রতি নিজস্ব উদ্যোগে সকল প্রতিষ্ঠানের প্রধান ও আইসিটি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ব্যাচ ভিত্তিক অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
গত ৪ঠা জুন সকাল ১১টায় সদর উপজেলার ১০শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অাইসিটি শিক্ষকদের নিয়ে প্রথম ব্যাচের অনলাইন শ্রেণী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমটির উদ্ভোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান।উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসাবে বিভিন্ন সেশন পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নারায়ন চন্দ্র দাস ও সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম।
প্রশিক্ষণে অংশ গ্রহন কারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, মুসলিম হাই স্কুল, ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, মাইজবাড়ি আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়, হলিফ্যামিলি হাই স্কুল, হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়,মীরকান্দাপাড়া উচ্চ বিদ্যালয়। শিক্ষার গুণগত মানোন্নয়নে মাধ্যমিক শিক্ষা অফিসার এমন উদ্যোগকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যত বিবেচনায় শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের প্রতি তার নিরলস প্রচেষ্টায় সৃজনশীল উদ্যোগকে অভিনন্দন জানিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকরা