ময়মনসিংহ ২৭.৪৩°সে ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫



মোঃ আনিসুর রহমানঃ  মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করে । মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দের নির্দেশে মুক্তাগাছার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের ১৮ জুন শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে থানাসূত্রে জানা যায়।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এএসআই জাহাঙ্গীর আলম তার সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আটানীবাজার এলাকার রতন মিয়ার ছেলে শাওন মিয়া ও তাজমহনপুরের আঃরাজ্জাকের ছেলে মাজহারুল ইসলামকে জি আর পরোয়ানামুলে গ্রেফতার করে এবং এসআই আমিনুল ইসলাম কমলাপুর এলাকা থেকে সি আর পরোয়ানামুলে আশরাফ আলীর ছেলে কালু মিয়াকে গ্রেফতার করে। এছাড়াও এস আই জাহাঙ্গীর আলম বাশুরী এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন বাশুরী এলাকার হুমায়ূনের ছেলে রুবেল মিয়া এবং মৃত আব্দুল হাইয়ের ছেলে হুমায়ূন। নিয়মিত অভিযানে গ্রেফতারকৃত ৫ জন আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মোহাম্মদ দুলাল আকন্দ।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত