ময়মনসিংহ ২৭.৪৩°সে ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিধিনিষেধ মেনে চলতে সকলকে তথ্যমন্ত্রীর অনুরোধ


বিধিনিষেধ মেনে চলার জন্য দেশবাসীকে বিনীত অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে দলের নেতা-কর্মীদের খেটে খাওয়া মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, ‘জনগণের স্বাস্থ্য-সুরক্ষার স্বার্থে এবং সবাইকে করোনার হাত থেকে রক্ষা করতে সরকার বিধিনিষেধ ঘোষণা করেছে। তাই দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাই, নিজের ও পরিবারের এবং দেশের স্বার্থে সরকার যে নির্দেশনা দিয়েছে তা পালন করার জন্য।’
‘করোনার নতুন ভ্যারিয়েন্ট অনেক বেশি শক্তিশালী। বিধিনিষেধ না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে’ বলে স্মরণ করিয়ে দেন ড. হাছান।

তিনি বলেন, ‘সরকার এই বিধিনিষেধ দীর্ঘ করতে চায় না। জনগণের স্বাস্থ্য-সুরক্ষার জন্যই এই ব্যবস্থা। সবাই স্বাস্থ্য-সুরক্ষা মেনে চললে আমাদের পক্ষে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব।’

করোনা সংক্রমণের শুরু থেকে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দলের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৫ জন নেতা মারা গেছেন, অনেক নেতা আক্রান্ত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের ১২৫ জনেরও বেশি সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের অনেকে এবং দলের সাত থেকে আটশ নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’

এ সময় লকডাউন চলাকালে খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমাদের নেতাকর্মীরা সব সময় জনগণের পাশে ছিল, আছে। অতীতের মতো এখনও খেটে খাওয়া মানুষের পাশে থাকার জন্য তাদের আহবান জানাই।’

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত