নান্দাইল প্রতিনিধি,
উপজেলায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক গৃহবধু ও ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে মোয়াজ্জেমপুর ইউনিয়নে ও চরবেতাগৈর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার কানারামপুর বাজারে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিয়ে ভোরে ছাড়াতে গিয়ে আমিনুল ইসলাম নামে এক ইজিবাইক চালক বিদ্যুৎষ্পৃষ্ট হয়। এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত আমিনুল ইসলাম সৈয়দগাঁও গ্রামের আব্দুল গফুরের পুত্র। অপরদিকে চরকোমড়ভাঙা গ্রামে কনিকা সুলতানা নামে এক গৃহবধূ নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে তাকে এলাকার লোকজন উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কনিকা নৌবাহিনীর সদস্য তারেক মিয়ার স্ত্রী।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ জানান, পরিবার ও জনপ্রতিনিধিদের আবেদনের প্রেক্ষিতে দুই জনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।