নেত্রকোণার কলমাকান্দায় রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে নেত্রকোণা-০১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার তাঁর ঐচ্ছিক তহবিল হতে উপজেলার ৮টি ইউনিয়ন ও ওয়ার্ডের ১২৫ জন অস্বচ্ছল দলীয় নেতাকর্মীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেছেন।
স্বাধীনতার পরবর্তী প্রথম বারের মত সাংসদ মানু মজুমদার দলীয় নেতাকর্মীদের ঐচ্ছিক তহবিলের অনুদান প্রদান করলেন। এ উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউএনও মোঃ সোহেল রানা, প্রধান ও বিশেষ অতিথি ছিলেন সাংসদ মানু মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, যুবলীগ সভাপতি এডভোকেট মিজানুর রহমান সেলিম, সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু।