ময়মনসিংহ ২১.০৩°সে ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নকলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল-এর ভিত্তি প্রস্তর স্থাপন


 

মোঃ নাসির উদ্দিন,নকলা( শেরপুর):

নকলা উপজেলা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয় ।

আজ ১০ জুন বুধবার সকালে নকলা উপজেলায় পরিষদ চত্বরে প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের উপস্থিতে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

আরো উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ,নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ্ , নকলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২ নং নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সোজা, ৪নং গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, নকলা উপজেলা নির্বাহী প্রকৌশলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন উপলক্ষে মোনাজাত পরিচালনা করেন নকলা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আঃ জলিল কাসেমী।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত