সারাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে গনটিকা ৭ আগস্ট শনিবার শুরু হয়েছে। তারাই ধারাবাহিকতায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ৭ আগস্ট শনিবার ১০ টি ইউনিয়নে করোনা’র গনটিকা কার্যক্রম কেন্দ্র পরির্দশন করেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম ।
জানাগেছে, উপজেলার যে সব কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে এবং কেন্দ্রে যাহারা তদারকিতে দায়িত্বে ছিলেন, তারাকান্দা ইউনিয়ন পরিষদে দায়িত্বে ছিলেন,ডা. বিধান চন্দ্র সরকার,বানিহালা ইউপি পরিষদে মো: আব্দুল হাই আকন্দ, কাকনী ইউনিয়ন পরিষদে মো: আব্দুল হাই আকন্দ, গালাগাও ইউনিয়ন পরিষদে মো: সাইদুজ্জামান, বালিখা ইউনিয়ন পরিষদে বাবুল মিয়া,ঢাকুয়া ইউনিয়নের ঢিউকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত ,রামপুর ইউনিয়ন পরিষদে জামাল উদ্দিন, কামারগাও ইউনিয়ন পরিষদে মো: আ: গনি স্বাস্থ্য পরির্দশক,কামারিয়া ইউনিয়ন পরিষদের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডা.তারেক হাসান সৈকত ও বিসকা ইউনিয়নে ডা.রেজা হাসান ত্বকি টিকাপ্রদান কেন্দ্রগুলোর সার্বিকভাবে তদারকি করেন। প্রায় সকাল থেকে টিকা নেওয়ার জন্য লোকজন কেন্দ্রগুলোতে আসা শুরু করে এমটাই দেখা গেছে। ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পরির্দশনকালে , তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এড. ফজলুল হক,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত,সহকারি কমিশনার ( ভূমি) জিন্নাত শহীদ পিংকি, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিব সহ আগত টিকাগ্রহনকারী গন উপস্থিত ছিলেন। এছাড়াও ফু্লপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়েদ মাহবুব খান করোনা’র টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
তারাকান্দা উপ-স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানাগেছে, ৭ আগস্ট শনিবার প্রতি ইউনিয়নে ৬ শত করে মোট ৬ হাজার টিকা দেওয়া হয়েছে।