আবদুল কাদির :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৯ জুন রাতে বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্স (ওসি) বোরহান উদ্দিন খানের নেতৃত্বে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৭ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন উল্লেখিত উপজেলার বোকাইনগড় ইউনিয়নের স্বল্প পশ্চিমপাড়া গ্রামের আঃ কাদেরের পুত্র এনামুল (২২) গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আঃ রাজ্জাকের পুত্র মোঃ কাজল মিয়(৪০) রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র রহমান আহম্মেদ রহিম(৪০), রহমান আহম্মেদ রহিমের পুত্র জাকির হোসেন(২০), সুরুজ মিয়ার পুত্র লাদেন মিয়া(২০), মতিউর রহমানের পুত্র সাদ্দাম হোসেন (২৫), মতিউর রহমানের পুত্র জসিম উদ্দিন (২২), সরুজ মিয়ার স্ত্রী বেদেনা আক্তার (৩৫),সুমন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম(২৬), মওহা ইউনিয়নের কড়েহা গ্রামের মৃত শাহনেওয়াজের পুত্র আজিজুল হক(৫৫), আজিজুল হকের পুত্র সবুজ মিয়া(২৮),আজিজুল হকের পুত্র আলম মিয়া(২৪),হাসিম উদ্দিনের পুত্র মোঃমোস্তফা (৫০), মোস্তফার পুত্র মোস্তাকিম(২৫),আজিজুর রহমানের পুত্র শুভ্রতন মিয়া(৩৫),আজিজুর রহমানের পুত্র ফরিদ মিয়া(২২),মোঃ সাইফুল ইসলামের পুত্র মোঃ জুলহাস মিয়া(৩০),সহ তাদেরকে বিভিন্ন মামলায় গতকাল রাতে গ্রেফতার করা হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্স (ওসি)বোরহান উদ্দিন খান সাংবাদিকদের জানান নিয়মিত মামলার ১৬ জন আসামী এবং ০১ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সহ মোট ১৭ জন আসামী কোর্টে প্রেরণ করা হয়েছে।