ময়মনসিংহ ২৮.৫৬°সে ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীবরদীতে বিলের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু


শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি:

শ্রীবরদীতে বিলের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১২ জুন শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমূলচড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জোসনা খাতুন (১২) ভেলুয়া ইউনিয়নের শিমূলচড়া গ্রামের হাছেন আলীর কন্যা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জোসনা ও তার খেলার সাথাীরা মিলে বাড়ির পার্শ্বে ডুবা ডাঙ্গা বিলে গোসল করতে যায়। পরে জোসনা বিলের পানিতে ডুবে গেলে জোসনার খেলার সাথীরা বাড়িতে গিয়ে খবর দিলে বাড়ির লোকজন বিলের পানি থেকে জোসনাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার জোসনাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ বিষয়ে নিহতর মা আয়শা বেগম বাদী হয়ে শ্রীবরদী থানায় অপমৃত্য মামলা দায়ের করেছে।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত